তাসের আসরে পুলিশের হানা, পালাতে গিয়ে কৃষকের মৃত্যু
১১ জুলাই ২০২৩ ২১:৫৫
বরিশাল: জেলার আগৈলঝাড়ায় তাস খেলার আসরে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে রফিক হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রফিকের শ্বশুরবাড়ি ওই গ্রামে। তিনি শ্বশুর বাড়ি থেকে কৃষিকাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
রাজিহার ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘বৃষ্টির কারণে কাজ না থাকায় এলাকার কয়েকজন ভাল্লুকশী ব্রিজের ওপর তাস খেলছিল। মঙ্গলবার সকালে ওই এলাকা অতিক্রমকালে গৌরনদী মডেল থানা পুলিশ তাদের তাস খেলতে নিষেধ করে যায়। তখন তারা ব্রিজ থেকে নেমে পাশে রাস্তার ওপরে বসে তাস খেলছিলেন। দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ ফেরার পথে পুনরায় তাদের তাস খেলতে দেখে টহল গাড়ি থামায়। এ সময় তারা দৌড় দেয়। পুলিশ তাদের ধাওয়া দেয়। তখন অসুস্থ হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে রফিকের মৃত্যু হয়।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘যে জায়গার ঘটনা সেখান থেকে আরও বেশ কিছু দূর পর্যন্ত আমাদের থানা এলাকার সীমানা। যেখানে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত টহল দেন। খাঞ্জাপুরের ওই সড়কের মাঝখানের কিছু জায়গা আগৈলঝাড়া থানার অন্তর্ভুক্ত।’
তিনি আরও বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
সারাবাংলা/জিএমএস/পিটিএম