Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ২২:০৩

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইব্রাহিম বেপারী (২২) নামে মাদ্রাসা শিক্ষক আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

শিক্ষক ইব্রাহিম বেপারী রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকার রবিউল ইসলাম বেপারীর ছেলে। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিত ছাত্রটি ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশুনা করতো। সোমবার (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক ইব্রাহিম। বিষয়টি জানাজানি হয়ে গেলে মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চায় শিশুটির পরিবার। পরে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘মাদরাসা শিক্ষক ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/একে

ছাত্র বলাৎকার মাদরাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর