Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারে

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১২ জুলাই ২০২৩ ১৩:৪৯

কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারে পৌঁছেছে।

উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল বিশেষ বিমানে সকাল নয়টায় কক্সবাজারে এসে পৌঁছান। উজরা জেয়ার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাককেঞ্জি রোয়েসহ ১০ সদস্য।

সকাল পৌনে এগারোটার দিকে প্রতিনিধিদল উখিয়া বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে ইউএনএইচসিআর-পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। পরে সেখানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত রোহিঙ্গাদের বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ প্রতিষ্ঠান ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন তারা।

উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন হাইপ্রোফাইল এই প্রতিনিধিদল রোহিঙ্গা কাম্পে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি আলাপচারিতার পাশাপাশি নিউট্রিশন সেন্টার, কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখবেন ও কক্সবাজারে কর্মরত প্রায় সব আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকেলে কক্সবাজারে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেলে ঢাকা ফিরে যাবেন তারা।

সারাবাংলা/আইই

উজরা জেয়া টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর