রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আসছে নেতাকর্মীরা
১২ জুলাই ২০২৩ ১৫:২৪
ঢাকা: ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যে’র প্রতিবাদে ডাকা এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তার আগে দুপুর ১২টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা।
সমাবেশস্থল ঘুরে দেখা যায়, ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ মহানগর নেতারা উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘সমাবেশে আমরা লক্ষাধিক লোকের সমাবেশ প্রত্যাশা করছি। আমরা যে সিরিজ সমাবেশ করছি ধারাবাহিকভাবে, বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে, তার একটি ধারাবাবাহিক কর্মসূচি।’
তিনি বলেন, ‘এটি কোনো বিশেষ কর্মসূচি না, আমরা ঢাকার বাইরে থেকে জনসমাগম বা শক্তি প্রদর্শনের জন্য কোনো সমাবেশ করছি না। আমরা মনে করি যে বিএনপির নেতারা প্রতিদিন যেভাবে মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে জনগণকে সত্য জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে।’
ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন।
এদিকে ঢাকায় আজ সমাবেশ করছে বিএনপি। ‘সরকার পতনের এক দফা’ ঘোষণার হুমকি দিয়েছে দলটি।
সারাবাংলা/এনআর/ইআ