Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি বাড়ছে ধরলা-দুধকুমারে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৩ ১৬:০৫

ধরলা নদী, ফাইল ছবি

ঢাকা: দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদী ধরলা ও দুধকুমারের পানি দ্রুত বাড়ছে। আর বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে চলেছে তিস্তা নদীর পানি। আগামী ২৪ ঘণ্টায় তিস্তার ডালিয়া পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার( ১২ জুলাই) সংস্থাটির প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংস্থাটি জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলে ও তৎসংলগ্ন ভারতের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীগুলোর পানির সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

সারাবাংলা/জেআর/এনএস

দুধকুমার ধরলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর