সরকার পতনে গণফোরামের কর্মসূচি ঘোষণা
১২ জুলাই ২০২৩ ২১:১৫
ঢাকা: আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে মোস্তফা মহাসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূটির ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (১২ জুলাই) বিকাল ৪ টায় গণফোরাম চত্বরে (নটরডেম কলেজের বিপরীত পাশে) বিক্ষোভ সমবাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতা মোস্তফা মহাসিন মন্টু।
কর্সূচির মধ্যে রয়েছে— আগামী ১৮ জুলাই (মঙ্গলবার) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা। ১৯ জুলাই (বুধবার) ঢাকা মহানগরীতে সকাল ১০টা হতে বিকাল ৪টা উত্তরার আব্দুল্লাহপুর হতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা।
সমাবেশে আ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনার সরকার এদেশে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে, দেশের জনগণ আপনাকে অনেক সহ্য করেছে, অনেক সুযোগ দিয়েছে আর না। আপনাকে এদেশের জনগণ বিশ্বাস করে না। আপনি বিদায় হোন তাহলে সারাদেশে শান্তি ফিরে আসবে। আজকে ১ দফা দাবি ঘোষণা করে আমরা ইতিহাস রচনা করতে যাচ্ছি। ঘোষিত ১ দফা দাবির ভিত্তিতে খুব দ্রুততম সময়ে শেখ হাসিনা সরকারের বিদায় বাংলাদেশের মাটিতে করব।’
গণসমাবেশের সভাপতি বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, ‘নির্বাচন কমিশন যে বক্তব্য দেয় তা থেকেই বুঝতে পারি আওয়ামী লীগ সরকারের অধীনে এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ যিনি অবৈধভাবে ক্ষমতায় আসেন, তিনি কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দেশে নৈরাজ্য কায়েম করেছে। লুটপাট, দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। ১ দফা দাবি আদায়ের মাধ্যমে এদশের জনগণ এই অবৈধ সরকারের পদত্যাগ নিশ্চিত করবে।’
সারাবাংলা/এএইচএইচ/এনএস