Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৬:২১

ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশে সহিংসতামুক্ত শান্তিপূর্ণ এবং একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠককালে এ মত প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর সচিবালয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান কামাল বলেন, ‘তারা সব কিছু নিয়ে সন্তুষ্ট। তারা বলেছেন, আগামী নির্বাচন যাতে ভয়ভীতি ও সহিংসতামুক্ত হয়। আমরা বলছি, নির্বাচনের সময় সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে। কমিশন যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই তারা কাজ করবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারীসহ কিছু বিশেষায়িত বাহিনীকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছে সেটাও তাদের মনে করিয়ে দিয়েছি।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অংশগ্রহণমূলক (নির্বাচন) তারা বলেননি। তারা ফ্রি, ফেয়ার এবং পিসফুল ইলেকশন চেয়েছেন। ভায়োলেন্স ফ্রি ইলেকশন তারা চেয়েছেন। আমরা বলেছি, আমাদের সিকিউরিটি ফোর্স, ল এনফোর্সমেন্ট ফোর্স সব সময় তৈরি আছে। তারা ওয়েল ট্রেইন্ড, তাদের তোমরা অনেক কিছু দিয়ে ট্রেইনিং করিয়েছিলে। সেই ট্রেইনিংয়ে তারা উজ্জীবিত
আছে। ইতোমধ্যে অনেকগুলো ইলেকশন হয়ে গেছে, যেগুলো অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। সে রকম ন্যাশনাল ইলেকশনটাও শান্তিপূর্ণ হবে।’

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, এ বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এ বিষয়ে কোনো আলাপ হয়নি। এতটুকু বলেছেন, তারা কোনো দলকে এনকারেজ (উদ্দীপ্ত) করতে এখানে আসেননি। তারা কোনো দলকে সমর্থন করেন না। তারা এসেছেন, এখানে যাতে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন হয়। এর বাইরে তারা কিছু চাচ্ছেন না, কিছু বলেননি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তারা জানিয়েছেন। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার ভিশনারি নেতৃত্বে দেশকে সমৃদ্ধের পথে নিয়ে গিয়েছেন— এগুলোতে তারা সন্তুষ্ট। বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, তাতে তারা অনেক খুশি। গতকাল দেশে দুটি বড় দলের সমাবেশ হয়েছে, তাতে যে সহাবস্থান দেখেছেন, সেই শান্তিপূর্ণ পরিবেশেরও প্রশংসা করেছেন তারা।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়েছে। কত তাড়াতাড়ি এ সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে মানব পাচারকারীরা খেলাধুলা করছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা যাতে না করতে পারে। রোহিঙ্গা প্রত্যাবর্তনে তাদের সহযোগিতা চেয়েছি। তারা বলেছেন, এক্ষেত্রে সবসময় তারা আমাদের পাশে আছেন।’

‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আইনমন্ত্রী ইতোমধ্যে বলে দিয়েছেন, আমাদের কিছু আইন যুগোপযোগী করার জন্য। বিদেশে যেভাবে আছে সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের আইন আরেকটু সংশোধিত হবে। আজকে তারা এ প্রসঙ্গ তোলার পরে আমিও একই কথাই বলেছি’— বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উজরা জেয়ার সঙ্গে আছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড। বৃহস্পতিবার বিকেলে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও সুশীল সমাজের বিশিষ্টজনদের বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা আছে উজরার।

এর আগে, গত মঙ্গলবার (১১ জুলাই) ৪ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া। তার সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। গতকাল বুধবার তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) ঢাকা ছাড়বে এই প্রতিনিধি দল।

সারাবাংলা/জেআর/এনএস

আসাদুজ্জামান কামাল উজরা জেয়া টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর