Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ডেঙ্গু কর্নার ও মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৬:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ ২২:১০

ঢাকা: দেশের সব হাসপাতালে ডেঙ্গু কর্নার ও মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ও গত ৯ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া পদক্ষেপগুলো উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়—

১. ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

৩. ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বৃদ্ধি করা হয়েছে।

৪. ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে মহাখালীর ৮০০ শয্যাবিশিষ্ট ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

৫. সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু হ্রাসে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে।

৬. স্বাস্থ্য অধিদফতর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

৭. জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।

এর আগে, গতকাল বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ দাউদ আদনানের সই করা এক নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি হাসপাতালে যে সব ডেঙ্গু কর্নার স্থাপিত হয়েছিল সেগুলোর কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এছাড়াও হাসপাতালের ডেঙ্গু কর্নারে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

এমন অবস্থায়, নিম্নে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—

১. সব হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপডেটেড ও গাইডলাইন অনুসরণ করতে হবে।

২. ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইড লাইন স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইড www.dghs.gov.bd থেকে সংগ্রহ করতে হবে।

৩. ডেঙ্গু কর্নারে জনবল নিশ্চিত করতে হবে।

৪. ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ নিশ্চিত করতে হবে।

৫. ডেঙ্গুজ্বরে ভর্তি রোগীর মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এসবি/এনএস

টপ নিউজ ডেঙ্গু কর্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর