Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পৃথক মামলায় ৭ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৭:৪৪

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক দুটি হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামের মৃত আ. সালামের ছেলে আমিনুর ইসলাম, ঈদা মন্ডলের ছেলে আ. কুদ্দুস, আ. হান্নান, মানিকের ছেলে আনোয়ার, আছির উদ্দীনের ছেলে দুদু, মৃত আয়েজ উদ্দীনের ছেলে ঘুটু আলম, আক্কেলপুর উপজেলার লক্ষীভিটা গ্রামের খাঁজামুদ্দিনের ছেলে ইয়াছিন আলী।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার হিচমী ফকিরপাড়ার রজব আলীর ছেলে আব্দুল আলিম কড়ই কাদিপুর গ্রামের একটি পুকুরে রাতে পাহারাদারের চাকরি করতেন। ২০০৯ সালের ৭ মার্চ রাতে আসামিরা চুরি করে পুকুরে মাছ ধরতে চান। আব্দুল আলীম নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে আসামিরা তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে তাকে হত্যা করে। পরের দিন সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় পুকুরের পাশের একটি ধান ক্ষেতে আব্দুল আলীমের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

অন্যদিকে পারিবারিক কলহের জেড়ে আক্কেলপুরের লক্ষীভিটা গ্রামে স্ত্রী জোলেখা বেগমকে হত্যার দায়ে স্বামী ইয়াসিন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর