সংলাপ নিয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: উজরা
১৩ জুলাই ২০২৩ ১৮:২২ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ ২২:১০
ঢাকা: বাংলাদেশে সফররতে মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ হস্তক্ষেপ করবে না।
বৃহস্পতিবার (১৩ জুলাই) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মার্কিন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে একটি দল চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছে। দলটি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উজরা। তিনি বলেন, গতকাল দুই রাজনৈতিক দল যে সমাবেশ করেছে সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। সেখানে কোনো সংহিস ঘটনা ঘটেনি। এটা একটা ভালো অনুশীলন এবং আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই। কখন নির্বাচন হবে সেটা বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। সংলাপের বিষয়ে বলব, এ বিষয়ে আমাদের প্রত্যক্ষ কোনো হস্তক্ষেপ থাকে না।’
প্রধানমন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কী আলোচনা হয়েছে? জানতে চাইলে উজরা জেয়া বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন। অন্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে বলেছেন। যুক্তরাষ্ট্র সবসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে।’
তিনি আরো বলেন, ‘গত ৫ দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে কথা বলেছি। জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, নিরাপত্তা বিষয়ে আমাদের অংশীদারিত্ব রয়েছে, সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।’
গত মঙ্গলবার ৪ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া। তার সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর।
সারাবাংলা/জেআর/পিটিএম