Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ২৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আলাদা অভিযানে এক লাখ ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে নগরীর ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোড ও শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতারের পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেফতার দু’জন হলো- মো. কালু (৪৬) ও শাহাবউদ্দিন বাবুল (৩৭)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি ট্রাক ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডের ওমর আলী মার্কেটের সামনে আটকে তল্লাশি করা হয়। খালি ট্রাক থেকে এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ চালক কালুকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের টিম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুসংলগ্ন পুলিশ বক্সের কাছে অভিযান চালিয়ে আরও ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে।

অভিযানের নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিপন কুমার দাশ জানান, পুলিশবক্স সংলগ্ন চায়ের দোকানে শাহাবউদ্দিন বাবলু ইয়াবা নিয়ে অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ব্যাগের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে আনা এসব ইয়াবা ক্রেতার কাছে সরবরাহের জন্য বাবলু অপেক্ষা করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় কোতোয়ালি ও বাকলিয়া থানায় আলাদা দু’টি মামলা করেছে গোয়েন্দা পুলিশ।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইয়াবা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর