Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী ৩-৪ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৩ ১৫:২২

চাঁদপুর: আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের শিখা, দৃষ্টিভঙ্গিতে ও দক্ষতায় যে বিরাট পরিবর্তন আসছে এ বিষয়টি এখনি দৃশ্যমান। তবে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন এসেছে সেটি হয়তো পরবর্তী ৪ বছরের মধ্যে দৃশ্যমান হবে।’

নির্বাচন প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘আমাদের নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।’

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ ও পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ অনেকে।

সারাবাংলা/এমও

দীপু মনি শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর