Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মার্কিন প্রতিনিধিরা কিছু বলেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৩ ১৭:৩৭

ড. হাছান মাহমুদ, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র বিশেষ কম্পিউটার সাইয়েন্স কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন প্রতিনিধিরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে কোনো কথা বলেনি। বিএনপি কারও সমর্থন পায়নি। এবার তারা একদফার কথা বলছে। তারা কিছুদিন পরপর একদফা দাবি তোলে। এর আগেও বিএনপি নানা ঘোষণা দিয়েছিল, কিন্তু হালে পানি পায়নি। সাপ যেমন খোলস বদলায় ,বিএনপিও তেমন কিছুদিন পরপর খোলস বদলায়।’

এর আগে, প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের কিছুটা তফাৎ আছে। কারণ এখানে অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসে এবং এর ফলে এখানে বৈচিত্র্য রয়েছে। এখানে আফগানিস্তান, মায়ানমার, থাইল্যান্ডসহ আরও অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসে। এখানে মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ার বৃত্তি প্রদান করা হয়।’

নগরীর চট্টেশ্বরী রোডের ক্যাম্পাসে ইউনিভার্সিটির উপাচার্য রুবানা হকের সভাপতিত্বে উপ-উপাচার্য ডেভিড টেইলর, কম্পিউটার সায়েন্স ব্রিজ প্রোগাম’র পরিচালক অধ্যক্ষ শাম্স আহমেদ বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনএস

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর