Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৩ ১২:৫৬

ছবি: সারাবাংলা

বগুড়া: জেলার আদমদীঘি উপজেলায় বগুড়া-নওগাঁ মহাসড়কে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ট্রাকের মালিক, চালক ও চালকের সহকারী রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও  ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।

এসআই আলমগীর হোসেন জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাক চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে নিয়ে আসলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।

সারাবাংলা/এনএস

বগুড়া

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর