Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি-২০ সম্মেলনে যোগ দিতে গুজরাট গেলেন অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৩ ১৯:৫৮

ঢাকা: জি-২০ দেশগোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দু’দিনের সম্মেলন অংশ নিতে ভারতের গুজরাটে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্মেলনে অংশ নিতে শনিবার (১৫ জুলাই) সকালে অর্থমন্ত্রী ভারতের উদ্দেশে রওয়ানা করেন।

শনিবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৭ ও ১৮ জুলাই ভারতের গুজরাটের, গান্ধীনগরে এই সম্মেলন হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৯টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন।

দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১৭ জুলাই এবং ১৮ জুলাই বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।

সারাবাংলা/জিএস/এমও

অর্থমন্ত্রী গুজরাট জি-২০ সম্মেলন

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর