Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমতে শুরু করেছে তিস্তার পানি, দেখা দিয়েছে ভাঙন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৩ ১১:১৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৪:৫০

ঢাকা: তিস্তার পানি কমতে শুরু করেছে। রোববার (১৬ জুলাই) সকালে তিস্তা ব্যারেজে ৫১.৮২ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। যা স্বাভাবিকের চেয়ে ৩৩ সেন্টিমিটার নিচে। তবে পানি কমে আসায় তিস্তা পারের কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১৪ জুলাই) রাত থেকে তিস্তা নদীর পানি প্রবাহ হঠাৎ বাড়তে থাকে। পরদিন সকালে শনিবার (১৫ জুলাই) তিস্তার ডালিয়া পয়েন্টে ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহ প্রবাহিত হয়। যা ছিলো বিপৎসীমার ওপরে। পানি বেড়ে যাওয়ার কারণে তিস্তার চরাঞ্চল ও বাম তীরের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

বিজ্ঞাপন

সূত্র বলছে, এখন বন্যা পরিস্থিতিরও অনেকটা উন্নতি হচ্ছে। বন্যার পানিতে শুধু মানুষেরই দুর্ভোগ পোহাতে হয়নি, তলিয়ে গেছে শত শত হেক্টর জমির সবজি ক্ষেত। পানির স্রোতে ভেসে গেছে মাছ।

তবে তিস্তা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। তিস্তার তীরের সদর উপজেলার চর গোকুন্ডা, আদিতমারী উপজেলার কুটিরপাড়, চন্ডিমারী, বালাপাড়া এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে বলে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন।

এদিকে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজামান আহমেদ। পরিদর্শনকালে বলেছেন, বন্যায় যেন মানুষ কষ্টে না থাকে সেই লক্ষ্যে জেলা প্রশাসক ও ইউএনওরা কাজ করছেন। বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আশা করছি তিস্তা পাড়ের মানুষের যে কষ্ট পাচ্ছেন, সেটি একদিন থাকবে না।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে টানা বন্যা হচ্ছে। সেই বন্যার পানি আর দেশে অবিরাম বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

তিস্তা বন্যা ভাঙন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর