Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবার ‘হোম ডেলিভারিম্যান’ গ্রুপের ২ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৩ ১৩:০২

ঢাকা: রাজধানীতে ইয়াবার হোম ডেলিভারিম্যান এবং কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে ডিএনসি। দুই মাদক পাচারকারী হলেন মো. আহসান হাবীব হাসান (৪৮) ও মো. তোফাজ্জল হোসেন (২৮)।

শনিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (ঢাকা মেট্রো দক্ষিণ) সুব্রত সরকার শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর খিলগাঁও এবং তুরাগ থানা এলাকায় অভিযান চালায় ডিএনসি। এসময় খিলগাঁও থানার খিদমাহ হাসপাতালের সামনে থেকে আট হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক ইয়াবা পাচারকারী মো. আহসান হাবীব হাসানকে (৪৮) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ পাঠাওচালক ইয়াবার পার্সেল সরবরাহকারী মো. তোফাজ্জল হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যা জানা যায়, মো. আহসান হাবীব হাসান একজন পেশাদার মাদক পাচারকারী। কক্সবাজার থেকে প্রতি মাসে ৬/৭টি চালানে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করে। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে একজন টুরিস্টের ভূমিকায় বারবার কক্সবাজার যাওয়া আসা করেন। সড়কপথে বাসে কিংবা ট্রেনে এবং আকাশপথে ইয়াবা পাচার করে ঢাকায় অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিল। সে কক্সবাজারের বাজারঘাটা এলাকার মাদক ব্যবসায়ী ঠান্ডা মিয়া সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অপর আসামি তোফাজ্জল হোসেন একজন পাঠাওচালক। তিনি রাইড শেয়ারের ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবার হোম ডেলিভারি দিতেন।

বিজ্ঞাপন

আসামিদের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা ছিল কিনা প্রাথমিকভাবে তা যাচাই করা না গেলেও, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের ব্যবহৃত দু’টি মোবাইল জব্দ করা হয়েছে, যার পরীক্ষা-নিরীক্ষা চলমান।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলগাঁও এবং তুরাগ থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমও

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর