লাল রঙের গাড়ি থেকে জেপি নেতার লাশ ফেলে তরুণ-তরুণী
১৬ জুলাই ২০২৩ ১৪:৩৮
ঢাকা: রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে একটি লাল রঙের প্রাইভেটকার থেকে দুই তরুণ-তরুণী এক ব্যক্তির লাশ ফেলে দিয়ে পালিয়ে যায়। মরদেহটি জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সালাম বাহাদুরের (৫২)।
শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ওই দুই তরুণ-তরুণী ফেলে দেওয়ার পর মরদেহ উদ্ধার করে মর্গে নেয় পুলিশ। এরপর ওই ব্যক্তির পরিচয় খুঁজে বের করে পুলিশ। মৃত সালাম বাহাদুর পেশায় একজন ঠিকাদার। ধানমন্ডির ২৭ নম্বর সড়কে তার বাসা। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি জেপি’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘লাশ ফেলে দেওয়ার ভিডিও ফুটেজের জন্য সিসি ক্যামেরার অনুসন্ধান করছে পুলিশ। এছাড়া পরিবারেও খোঁজ করা হচ্ছে। কী ঘটেছিল। তদন্ত চলছে।’
সারাবাংলা/ইউজে/এনএস
জাতীয় পার্টি (জেপি) শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সালাম বাহাদুর