Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ প্রত্যাহার রেল শ্রমিকদের, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৩ ১৬:২০

ছবি: সারাবাংলা

ঢাকা: রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকেরা। এরপর প্রায় ৫ ঘণ্টা পর বিকাল পৌনে ৩টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার (১৬ জুলাই) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত রেল শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকও উপস্থিত ছিলেন। সেখানে শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দেন তিনি। সেই আশ্বাসের পর পরই শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

বিজ্ঞাপন

শ্রমিকদের আশ্বস্ত করতে গিয়ে জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল জুনের পর আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়ার। সেই আউটসোর্সিং কোম্পানির জন্য টেন্ডার ডকুমেন্টে আমরা শর্ত দিয়ে দিয়েছি অভিজ্ঞ লোক চাই। আপনারা যারা এখানে আন্দোলন করছেন তাদের অভিজ্ঞতার সার্টিফিকেট দেব। একইসঙ্গে আমরা আউটসোর্সিং কোম্পানিকে বলব যেন আপনাদের তারা নিয়োগ দেয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা আপনাদের রেলওয়েতে নিয়োগ দেব, এটা আমাদের ইচ্ছা।’

তিনি আরও বলেন, ‘আপনারা ট্রেন আটকে মানুষকে হয়রানি করছেন সেখান থেকে সরে আসবেন বলে আশা করব। আমরা আইনের ভেতর থেকে আপনাদের সর্বোত্তম সহযোগিতা করব।’

হাফিজ আল ফারুক বলেন, ‘আপনাদের সঙ্গে কথা বলতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম এখানে এসেছেন। তিনি বলেছেন, রেলে আউটসোর্সিংয়ে লোকবল নিয়োগের সময় অভিজ্ঞদের প্রাধান্য দেবেন। পাশাপাশি আগে যারা অস্থায়ীভাবে চাকরি করতেন তাদেরও অভিজ্ঞতার সার্টিফিকেট দেওয়া হবে। এটি নিয়মতান্ত্রিকভাবে তাদের অফিসে বসে করতে হবে। এটা রেল লাইনে বসে করার বিষয় নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকে আপনারা যে সকাল থেকে রেল লাইনটা বন্ধ করে রেখেছেন, এখানে একজন মুমূর্ষু রোগী থাকতে পারে, একজন চাকরিজীবী থাকতে পারে। মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।’

রোবাবার সকাল ১০টার দিকে ট্রেন আটকে রাজধানীর এফডিসি এলাকা অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাশ বহাল রাখার দাবিতে অবরোধ করেন শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। এরপর রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাস পেয়ে কর্মসূচী সাময়িক বন্ধ ঘোষণা করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, আউটসোর্সিং বন্ধের দাবিতে গত দেড় বছর ধরে দেশের সাড়ে সাত লাখ অস্থায়ী রেল শ্রমিক আন্দোলন করছেন।

আরও পড়ুন:

সারাবাংলা/জেআর/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর