Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিসি ক্যামেরায় নির্বাচন সরাসরি মনিটরিং করছে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৩ ১০:৪৩

ঢাকা: সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুমে ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি। ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে এই উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে ।

অন্যদিকে, বেনাপোলের ১২টি ভোট কেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোটকেন্দ্র ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

জানা গেছে, ২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একইসঙ্গে ১ হাজার ৫৮টি সিসি ক্যামেরায় উপনির্বাচন ও ২টি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দু’টি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

এর আগে, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা ৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ঢাকা-১৭ আসন নির্বাচন সিসি ক্যামেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর