Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৮, হাসপাতালে ১৫৮৯

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৩ ২০:২৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ ২১:৪৪

ঢাকা: দেশের বিভিন্ন হাসপাতালে রোববার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৭ জুলাই) পর্যন্ত এক হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৪২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ২২ হাজার ৪৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও আট জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় এটি চলতি মৌসুমে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ডেঙ্গুতে দেশে চলতি বছর এখন পর্যন্ত মোট ১১৪ জনের মৃত্যু হলো।

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন সাত হাজার ৭৭০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট পাঁচ হাজার ৪৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৩৪৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯১২ জন। এর মাঝে ঢাকায় ১১ হাজার ২৬৩ এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৬৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন—উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

সারাবাংলা/এসবি/এনইউ

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর