Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্যামেরা শুধু ছবি তোলে না, ভাষাও দেয়’

সারাবাংলা ডেস্ক
১৭ জুলাই ২০২৩ ২১:০২

চট্টগ্রাম ব্যুরো: সময়ের সঙ্গে যুদ্ধ করে সবসময় আলোকচিত্র সাংবাদিকদের বিজয়ী হতে হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

সোমবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের’ ৩৭তম বর্ষপূতি অনুষ্ঠানে মেয়র একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘একজন প্রেস ফটোগ্রাফারকে যথেষ্ট সচেতন থেকে তার দায়িত্ব পালন করতে হয়। সর্বদাই তাকে সময়ের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হতে হয়। ডিজিটাল প্রযুক্তির সুবাদে ঘটনাস্থল থেকে ল্যাপটপ এবং ইন্টারনেটের সাহায্যে দ্রুত সময়ে পর্যাপ্ত ছবি পাঠানো সম্ভব হচ্ছে।’

ফটোসাংবাকিতাকে সাংবাদিকতার নিছক অনুজ অঙ্গ বলে অবহেলার অবকাশ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ছিয়ানব্বইয়ের অসহযোগ আন্দোলনের জীবন্ত দলিল ক্যামেরার ফ্রেমে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও সংগ্রামী প্রেরণা যুগিয়েছেন ফটোসাংবাদিকরা। ক্যামেরা শুধু ছবি তোলে না, এতে ভাষাও দেয়, শিল্প-সৌন্দর্যও আনে।’

‘ফটোসাংবাকিতাকে গণ্য করতে হবে সংবাদপত্র মাধ্যমের একটি অপরিহার্য শ্রম বিভাগ, শিল্প ও নান্দনিকতার বিষয় হিসেবে। সংবাদপত্রে নানা বিষয় ছবির মাধ্যমে বিবৃত বা মূর্তমান করা হয়ে থাকে। সংবাদপত্রের একটি ছবি একজন পাঠককে যত দ্রুত আকর্ষণ করতে পারে এবং পাঠকের অন্তরে যত দ্রুত রেখাপাত করে, লেখা সেটা পারে না। লেখাতে ঘটনার বর্ণনায় রঙ থাকতে পারে, দলীয় অথবা ব্যক্তিস্বার্থের জন্য সত্য-মিথ্যার বর্ণনা থাকতে পারে, কিন্তু ছবি যা প্রকৃত ঘটনা তা-ই থাকবে।’

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে এবং প্রদর্শনী সম্পাদক সরওয়ারুল আলম সোহেলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু, প্রবীণ আলোকচিত্র সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শৈবাল দাস সুমন, হাসান মুরাদ বিপ্লব, ফুলকলি গ্রুপের মহাব্যবস্থাপক এম এ সবুর।

এসময় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুভাষ কারণ, যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে, অর্থ সম্পাদক আলাউদ্দীন হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনী দে, কার্যনির্বাহী সদস্য অনুপম বড়ুয়া, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, শিশির বড়ুয়া, মোহাম্মদ ফারুক, সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম মুন্না, রাজিব রায়হান, জুয়েল শীল, রবিন চৌধুরী, শ্যামল নন্দী, সুরঞ্জিত শীল।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর