Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশের প্রথম মেয়র নৌকার আব্দুর রাজ্জাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৩ ২২:৪৪

সিরাজগঞ্জ: পৌরসভা গঠনের ছয় বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক।

তিনি আট হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ পেয়েছেন চার হাজার ২৫৮ ভোট।

সোমবার (১৭ জুলাই) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তাড়াশ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, তাড়াশ পৌরসভার নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে শতকরা ৮১.৫৬ ভাগ ভোট কাস্ট হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তাড়াশ পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ছয় বছর পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন, তৃতীয় লিঙ্গের একজন।

এ নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মো. আব্দুর রাজ্জাক, জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল শেখ, নারকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন হোসেন। এর বাইরে সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর