Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশ কমিশনারের নাকে খত কবে দেখবো’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৩ ১৪:৩০

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘নির্বাচনের দিন হিরো আলমের সঙ্গে যা যা হয়েছে, এসব কিছু থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রকাশিত। পুলিশ কমিশনার বলেছিলেন, ভোট সুষ্ঠু না হলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন। এই নাকে খত আমরা কবে দেখবো? মানুষ ফেসবুকে লিখছে, পুলিশ কমিশনারের নাকে খত আমরা দেখতে চাই।’

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার থেকে মিরপুর ১২ নাম্বার বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়। এটি শেষ হয়ে ১০ নাম্বারের গোল চত্বরে গিয়ে।

হিরো আলমের ওপর হামলা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘তিনি একজন প্রার্থী ছিলেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ছিল। বিকাল ৩টার দিকে তার ওপর হামলা হয়েছে। পুলিশ দাঁড়িয়েছিল। যখন একজন প্রার্থীর ওপর হামলা হয়, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না। ওই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এই সরকারের আমলে কোনো মানুষের জানমালের নিরাপত্তা নাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মিরপুরে পদযাত্রা করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার দুপুরে মিরপুর ১২ নাম্বার বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়। এটি শেষ হয়ে ১০ নাম্বারের গোল চত্বরে গিয়ে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জোনায়েদ সাকি টপ নিউজ পুলিশ কমিশনার হিরো আলম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর