Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিমিয়ায় ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৩ ১৫:২৫

ক্রিমিয়া উপদ্বীপে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক কাউন্টারমেজার সিস্টেম দিয়ে ক্রিমিয়ার আকাশ থেকে ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে সোমবার (১৭ জুলাই) ক্রুজ ড্রোন দিয়ে হামলা চালিয়ে ক্রিমিয়া সেতুর একাংশ ভেঙে দেয় ইউক্রেন। এতে সেতুর উপর দিয়ে যান চলাচল ব্যহত হয়।

এদিকে কৃষ্ণ সাগরে নির্বিঘ্নে শস্যবাহী জাহাজ চলাচলের জন্য তুরস্কের মধ্যস্থতায় করা একটি চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। সোমবার চুক্তির শেষ দিন ছিল। সেদিন চুক্তির মেয়াদ আর বাড়ায়নি মস্কো। পরদিন মঙ্গলবার কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দর ওদেসায় মিসাইল হামলা চালায় রাশিয়া। এতে ওদেসা বন্দরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং বিস্ফোরণের ফলে সমুদ্র থেকে আসা ঢেউয়ে বন্দরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

সারাবাংলা/আইই

ক্রিমিয়া টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর