Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৩ ১৬:৪২

ঢাকা: রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগের মামলায় গ্রেফতার দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুরের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জামিনের তথ্য জানান।

জানা যায়, সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে ১৪ জুন অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছেন তাদের নবজাতক সন্তানও। এ ঘটনায় ওইদিনই ধানমন্ডি থানায় ছয়জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। ওই ঘটনায় ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করে ধানমন্ডি থানার পুলিশ।

সারাবাংলা/এআই/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর