Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোট শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৩ ২০:০২

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বুধবার (১৯ জুলাই) সন্ধ্য সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দীর্ঘ ১৬ মাস পর এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি।

এর আগে, জোট শরিকদের শীর্ষ নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক হয়ছিল গত বছরের ১৫ মার্চ। এদিকে ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতির বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট শরিকদের নিয়ে আবারও বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জোট শরিক নেতারা জানান, শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠকে আগামী নির্বাচন, বিরোধী দলের আন্দোলনসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর আগে গত বছরের মার্চে জোটের শরিকদের নিয়ে সর্বশেষ বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আগের তিনটি নির্বাচনের ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনও জোটগতভাবে করার অঙ্গীকার ব্যক্ত করেন জোট নেতারা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জোটের প্রতিটি শরিক দলের দু’জন করে শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বৈঠকে অংশ নেবেন। অপরদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও দলের কয়েকজন নেতা বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সারাবাংলা/এনআর/এনএস

১৪ দল ১৪ দলীয় জোট আওয়ামী লীগ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর