Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমপালস হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন ডেঙ্গু রোগীরা

সারাবাংলা ডেস্ক
১৮ জুলাই ২০২৩ ২০:২৩

ঢাকা: রাজধানীর ইমপালস হাসপাতালে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন ডেঙ্গু রোগীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। শোকের মাস আগস্টে বিনামূল্যে এই চিকিৎসা সুবিধা মিলবে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে হাসপাতাল ভবনে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য শেখ কামরুল হাসান বিটু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগস্ট আমাদের শোকের মাস। এই শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে নেওয়ার কাজটি করে যেতে হবে। আগস্টের এই শোক হোক স্বপ্নের সোনার বাংলা গড়ার শক্তি।’

হাসপাতালের প্রধান উপদেষ্টা বলেন, ‘আগস্টে এই হাসপাতালে ডেঙ্গু রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিতে রোগীদের কোনো খরচ করা লাগবে না।’

এ সময় শেখ কামরুল হাসান বিটু আশ্বাস দেন, ইমপালস হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী জহির আল আমিন বলেন, ‘করোনা মহামারির সময়ে এই হাসপাতালে করোনা সংক্রমিত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই হাসপাতালের ওপর সদয় ‍দৃষ্টি দিয়েছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এ জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আমরা বঙ্গবন্ধু পরিবারের একজনকে হাসপাতালের উপদেষ্টা হিসেবে পেলাম। যা আমাদের জন্য গৌরবের বিষয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর উম্মে রাজিয়া কাজল, লিগ্যাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর ব্যারিস্টার আলী আসিফ খান, ডিরেক্টর জেনারেল মিজানুর রহমান চৌধুরী, ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড ট্রেনিং রফিকুল ইসলাম, ডিরেক্টর খালেদা ইয়াসমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন শরিয়াহ বিভাগের চিফ অ্যাডভাইজার ড. নাজমুল করিম ও গণতন্ত্রী পার্টির যুগ্ম সম্পাদক মিনহাজ সেলিম।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইমপালস হাসপাতাল ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর