Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু রোগী বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৩ ২২:১৯

ঢাকা: চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। এই সিটি করপোরেশন এলাকার যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর এবং সবুজবাগ থেকে সবচেয়ে বেশি রোগী এসেছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা থেকে।

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ বছর ১৭ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯৭ জন। অন্যান্য বিভাগে ৭ হাজার ৭৭০ জন। এখন পর্যন্ত ১৮ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা শহরে এসব রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩ জন। ঢাকার বাইরে ৪ হাজার ১২০ জন।’

তিনি আরও বলেন, ‘মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালেই পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া আছে। প্রয়োজন হলে রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থা নেবে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর