Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজপথে ফয়সালার’ ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের পদযাত্রায় বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ১২:৩৩

ঢাকা: রাজপথে ফয়সালার ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে বিএনপি এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট শরিকরা।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। সাড়ে ৪ ঘণ্টার যাত্রা শেষে বিকেল ৪টায় যাত্রাবাড়ি গিয়ে শেষ হবে এ কর্মসূচি।

আব্দুল্লাহপুর— বিমানবন্দর— কুড়িল বিশ্বরোড— নতুন বাজার— বাড্ডা— রামপুরা ব্রিজ— আবুল হোটেল— খিলগাঁও— বাসাবো—মুগদাপাড়া— সায়েদাবাদের রুট ধরে এগোচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি বাস্তবায়নের এ পদযাত্রা।

পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে কিছু পথ অতিক্রম করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন আবেদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের মতো শীর্ষ নেতারা।

পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমিনুল ইসলাম। পদযাত্রায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।

মির্জা আব্বাস তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বিএনপির পদযাত্রা বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ শান্তি শোভাযাত্রার যে অশান্তি সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ হামলা করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। জনগণ মাঠে নেমে এসেছে। এবার ফয়সালা হবে রাজপথে।’

যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১১টায়, লেবার পার্টি পুরানা পল্টন কস্তুরী গলি থেকে সকাল ১১টায়, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টন মোড় থেকে সকাল ১১টায়, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে পদযাত্রা শুরু করেছে।

বিজ্ঞাপন

একইস্থান থেকে ১২ দলীয় জোট বিকেল ৪টায়, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে, এলডিপি বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় অফিসের সামনে থেকে এবং বাংলাদেশ সাধারণ ছাত্র গণঅধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ থেকে পদযাত্রা শুরু করবে।

এদিকে রাজধানী ঢাকা ছাড়াও বুধবার (১৯ জুলাই) দিনাজপুর শহরে পদযাত্রা করবে বিএনপি। স্থানীয় ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠ থেকে দুপুর ২টায় ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া খুলনা মহানগরে স্থানীয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং চট্টগ্রামে মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। খুলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং চট্টগ্রামের পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/এজেড/ইআ

পদযাত্রা বিএনপি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর