Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজার আগেই বেড়েছে নিত্য পণ্যের দাম


১২ মে ২০১৮ ০৯:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পবিত্র রমজান মাস শুরু হতে আর দিন পাঁচেক বাকি। কিন্তু  এরই মধ্যে বেড়েছে  বেশিরভাগ নিত্য  প্রয়োজনীয় পণ্যের দাম।

শনিবার (১২ মে) রাজধানী ঢাকার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু, পটল, বেগুন, শসা, কাঁচা মরিচ, ছোলা, মুড়ি, খেজুর, মাছ, মাংসসহ প্রায় সব পণ্যের দাম ৫ থেকে ২০ টাকা করে বাড়তি দরে কিনতে হচ্ছে। সবজি থেকে শুরু করে মাংস, সব ধরনের পণ্যের দামই গত সপ্তাহের চেয়ে বেশ খানিকটা বেশি।

ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়,ছোলা ৬০ থেকে ৬৫ টাকা, আলু ১৬ থেকে ২০, পিয়াজ ৩৫ থেকে ৪৫, খোলা সয়াবিন তেলে বেড়েছে আরও ৩ টাকা। মেশিনের ভাজা মুড়ি ৬০ থেকে ৭০, আর হাতে ভাজা মুড়ি ১২০-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। রমজান মাস সামনে রেখে খেজুরের দাম প্রতি কার্টনে ২ শ টাকা করে বেড়েছে।

 ব্যবসায়ী ও আমদানিকারকেরা বলছেন, আগের চেয়ে বেশি দর দিয়েও আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় পরিমাণ পণ্য কেনা যাচ্ছে না। এর প্রভাব পড়ছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন চলতি সপ্তাহে দাম অল্প কিছু বাড়লেও রমযানে পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।

কেরানীগঞ্জের জিনজিরায় রমযান উপলক্ষে বাজার করতে আসেন সেলিনা আক্তার (৪৮)। আগে ৩০০ টাকায় যা বাজার করা যেতো, তা এখন ৫০০ টাকাতেও হচ্ছে না উল্লেখ করে তিনি সারাবাংলাকে বলেন, ‘৩০০ টাকার বাজার করতে এসে এখন ৫০০ টাকাতেও হচ্ছে না। গত সপ্তাহে বাজারে পণ্য সামগ্রীর যা দাম ছিলো, এই সপ্তাহে সে দাম আর নেই, প্রতিটি পণ্যেরই কিছুটা দাম বেড়েছে।’

কেরানীগঞ্জ কাঠোরিয়া বউবাজারের সবজি ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ‘এ সপ্তাহে সবজির দাম ৫ থেকে ১০ টাকা বাড়লেও , রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাম দ্বিগুন হতে পারে। কারণ তখন আমাদেরও বেশি দাম দিয়ে কিনতে হবে। তাই বর্তমান দামে বিক্রি করলে লাভ তো দূরের কথা, বিনিয়োগ ওঠানো সম্ভব হবে না।

বিজ্ঞাপন

প্রথম রোজায় বেগুনের দাম ৫০ টাকা থেকে ১০০, শসা ৪০ থেকে ৬০, পটল ৪০ থেকে ৫০, লাল শাক এক আটি ১০ থেকে ২০, কলমিলতা শাক ১০ থেকে ২০, পুঁই শাক ১৫ থেকে ৩০, ধনিয়া পাতা ১০ থেকে ২০, লেবু ১৫ টাকা হালি থেকে ২৫ ঢাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানান এই ব্যবসায়ী।

বউ বাজারের চাল ব্যবসায়ী রফিক হাসান জানান, চালের দাম এখন কোন পরিবর্তন আসেনি। রমজানে চালের দাম অপরিবর্তিত থাকবে বলেও আশাবাদি তিনি।

বাবু বাজারের ফল বিক্রেতা মাসুম হোসেন সারাবাংলাকে বলেন, রমযান মাসে ফলের চাহিদা অনেক থাকাই এর দাম কিছুটা বাড়ে। তবে বিশেষ করে খেজুর, কমলা, আঙ্গুর, কলা, পেপে, কাঁঠালের ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

নয়াবাজার মাছ ব্যাবসায়ী সিদ্দিক রহমান জানান, মাছের দাম রোজা শুরু হওয়ার আগে অনেকটা বেড়েছে। দেশি রুই কেজি প্রতি ২০ থেকে ৩০, টেংরা মাছ ৫০ থেকে ৬০,কাতল ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। রোজা আসার সঙ্গে সঙ্গে এই দাম আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।

মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরুর মাংসের দাম বিশ রোজা পর্যন্ত স্বাভাবিক থাকবে। কিন্তু ২০ রোজার পরে কেজি প্রতি দাম ২০ থেকে ৫০ টাকা বাড়তে পারে। ছাগলের মাংসের দাম ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ২০ বেড়েছে। দেশি মুরগিও ৫০ থেকে ৭০ টাকা বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা আছে।

সারাবাংলা/এআই/এমআইএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বাজারদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর