ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
১২ মে ২০১৮ ০৯:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত দুই বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন- আলমগীর (২৫) ও সিরাজুল (২৪)। তাদের বিরুদ্ধে দুটি হত্যা মামলা চলমান রয়েছে।
শনিবার (১২ মে) ভোর ৩টা এবং ৪ টার দিকে সদর উপজেলার জয় বাংলা বাজার ও নগরীর সানকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে সারা বাংলাকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
তিনি জানান, সদর উপজেলার আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে শনিবার মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযানে যায় পুলিশ।
তিনি আরো জানান, সদর উপজেলার জয় বাংলা বাজার এলাকায় পৌঁছালে, সেখান থেকে আলমগীরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও হামলা চালানো হয়। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হন আলমগীর। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে দাবি করেন তিনি।
একই সময়ে নগরীর সানকিপাড়া এলাকায় অন্য আরেকটি কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হন বলে দাবি করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানা পুলিশের সঙ্গে হওয়া বন্দুকযুদ্ধে নিহত সিরাজুল (২৪) জেলা স্কুলের শিক্ষক মোবারক মোর্শেদ হত্যার প্রধান আসামী।
সারাবাংলা/জিকেএম/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook