Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে শ্রমজীবী শিশু ৩৫ লাখেরও বেশি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ১৮:৩১

ঢাকা: দেশে এখন শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন, যাদের বয়স ৫ থেকে ১৭ বছর। যেটা ২০১৩ সালে ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন। ১০ বছরের ব্যবধানে শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘ন্যাশনাল চাইল্ড লেভার সার্ভে-২০২২’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার (১৯ জুলাই) আগারগাঁওয়ে প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

অর্থনৈতিক খাতগুলো বিবেচনা করে দেখা যায়, ৫ থেকে ১৭ বছর বয়সী মোট শিশুদের মধ্যে ১০ লাখ ৭৯ হাজার ৫৫৯ জন শিশু কৃষিতে কাজ করে। ১১ লাখ ৯১ হাজার ৮০৬ জন শিশু শিল্প খাতে কাজ করে। ১২ লাখ ৭০ হাজার ৪৩১ জন শিশু সেবা খাতে নিয়োজিত আছে।

প্রতিবেদনে বলা হয়, ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত আছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন শিশু। ১০ বছর আগের জরিপে এই সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন। এক্ষেত্রে শিশু শ্রমিক কমেছে ২ লাখ ১১ হাজার ৯৮৩ জন।

শিশু শ্রম জরিপ-২০২২ ফলাফলে দেখা যায়, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা হলো ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫ জন বা ৩৯.৯৬ মিলিয়ন। এদের মধ্যে শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন। শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা এক লাখ ৬৮ হাজার ২১২ জন।

যেখানে ২০১৩ সালের শিশুশ্রম জরিপে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে যথাক্রমে ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন সংখ্যক শ্রমজীবীF শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন।

বিজ্ঞাপন

জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ অনুয়ায়ী, ২ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৭৭ জন পুরুষ শিশু এবং বাকি এক কোটি ৯২ লাখ ৬৫ হাজার ৩৭৫ জন নারী শিশু। কর্মজীবী শিশুদের সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন। যার মধ্যে ২৭ লাখ ৩৪ হাজার ৪৪ জন পুরুষ শিশু এবং ৮ লাখ ২ হাজার ৮৮৩ জন মহিলা শিশু রয়েছে।

শিশুশ্রমে নিয়োজিত ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন শিশু। শিশুর মধ্যে পুরুষ শিশুর সংখ্যা ১৩ লাখ ৭৪ হাজার ১৫৪ জন এবং নারী শিশুর সংখ্যা ৪ লাখ ১ হাজার ৯৪৩ জন।

একইভাবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। শিশুর মধ্যে পুরুষ শিশুর সংখ্যা ৮ লাখ ৯৫ হাজার ১৯৫ জন এবং নারী শিশুর সংখ্যা এক লাখ ৭৩ হাজার ১৭ জন।

৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে গ্রামাঞ্চলে ৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫২ জন। শহরাঞ্চলে ৯৬ লাখ ১৪ হাজার ৯৫৩ জন শিশু রয়েছে। গ্রামীণ ও শহঞ্চলে কর্মরত শিশুদের সংখ্যা ২৭ লাখ ২৫ হাজার ৪০০ জন এবং ৮ লাখ ১১ হাজার ৫২৭ জন। একইভাবে গ্রামীণ এলাকায় শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ৪৬৪ জন, শহরাঞ্চলে ৪ লাখ ৩৮ হাজার ৬৩৬ জন।

গ্রামীণ ও শহরাঞ্চলে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে জড়িত শিশু রয়েছে যথাক্রমে ৮ লাখ ৩২ হাজার ৬৯৩ জন এবং ২ লাখ ৩৫ হাজার ৫১৯ জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইহসান-ই ইলাহী, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অতিথি হিসাবে ছিলেন- ব্রিট্রিশ হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার মাট ক্যানেল এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর থমো পুটিনিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. মতিয়ার রহমান।

সারাবাংলা/জেজে/এমও

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো শিশু শ্রমজীবী শ্রমজীবী শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর