‘বিএনপি-জামায়াতকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না’
১৯ জুলাই ২০২৩ ১৯:১৪
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
বুধবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিএনপি-জামায়াতকে মোকাবিলার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ’জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। সেই স্বপ্ন বুকে নিয়ে দেশে উন্নয়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং দেশকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াতসহ একটি কুচক্রীমহল মরিয়া হয়ে উঠেছে জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘দেশের উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম ব্যাপারী। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান মেহেরের সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাঈম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য ফাতেমা ইসলাম রাহা কাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, গাজী গোলাম মূর্তজা পাপ্পা, মানজারী আলম টুটুল, আবুল হোসেন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিবসহ অনেকে।
সারাবাংলা/এমও