জারের নোংরা পানি : এবার মোহাম্মদপুরে অভিযান
১২ মে ২০১৮ ১০:৪৬ | আপডেট: ১২ মে ২০১৮ ১১:৩৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: অপরিশোধিত ও নোংরা পানি বাজারজাতকরণের বিরুদ্ধে এবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এই অভিযান চলবে দুপুর পর্যন্ত।
শনিবার (১২ মে) সকালে এই অভিযান শুরু হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
তিনি বলেন, অনিরাপদ পানির বাজারজাতকরণ এবং এর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে রাজধানীতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
পণ্যের মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র্যাব-২ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
এর আগে গত ৮ মে তেজগাঁও শিল্প এলাকার সাত প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ দিন প্রায় ২ হাজার ২০০ পানির জার ধ্বংস করা হয়।
এর আগে গত ১৮ মার্চ একই ধরনের অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার পানির জার ধ্বংস করা হয়।
সারাবাংলা/ইউজে/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook