Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ২০:২৩

ঢাকা: ভারতসহ অনেক দেশের চেয়ে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম। তবে স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৮ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন। এই সময়ে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার মানুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন।

বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে সিটি মেয়েদের সঙ্গে নিয়ে বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী এ মন্তব্য করেন। ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগ গণমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

নির্মাণাধীন ভবনগুলোতে এডিসের লার্ভা জন্মানোর স্থল উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকবার সতর্ক করব, তারপর কঠোর ব্যবস্থা নেব।’ এসময় উপস্থিত কর্মকর্তাদের এডিসের লার্ভা পেলে সরকারি অফিসগুলোকেও জরিমানা করার জন্য নির্দেশ দেন।

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জব্দ করা যানবাহনসহ বিভিন্ন ধরনের টায়ার-টিউবে স্প্রে করার ব্যবস্থা করতে মিটিংয়ের রেফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেন। স্কুলগুলোতে সভা করা হয়েছে। স্কুলের আঙিনা পরিষ্কার করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে ব্যব্যস্থা নেন।’

তিনি বলেন, ‘সকল সরকারি অফিসগুলোকে আজকে চিঠি দেন। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে। তথ্য আছে বেসরকারি ব্যাংকে কোটি কোটি টাকা খরচ করে ডেকোরেশন করা হয় কিন্তু সেখানে মশা হচ্ছে।’

বিজ্ঞাপন

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পেলে ব্যবস্থা নেওয়া হবে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নির্মাণাধীন বিল্ডিংয়ে এডিস মশার প্রজনন পাওয়া গেলে প্রথমবার সেটি পরিষ্কার করে দিয়ে সতর্ক করা হবে। এরপর হলে জরিমানা করা হবে। এরপরে লার্ভা পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়া হবে। বার বার সতর্ক করার পরেও যারা মশার প্রজনন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো উপায় নেই।’

এ বিষয়ে নিয়মিত মনিটরিং করতে হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘মসজিদে সবাইকে সচেতন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়েকেও চিঠি দেওয়া হবে। হাসপাতালের আশপাশে মশা প্রজনন হয়, এটা হতে পারে না। ময়লা পানিতে সাধারণত এডিস মশা হয় না। এরপরেও নিয়মিতভাবে ড্রেইনগুলো পরিষ্কার রাখতে হবে।’

বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো দাবি করে তিনি বলেন, ‘মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতের থেকে এখন পর্যন্ত আমরা ভালো আছি। যদি একজন লোকও আক্রান্ত না হয় এবং একজন লোকও যদি মৃত্যুবরণ না করে, তবেই আমি নিজেকে সফল বলে দাবি করব।’

বর্তমান পরিস্থিতিতে দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে কি না— এ প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘দুর্যোগ তখনই ঘোষণা করা হয়, যখন আর নিয়ন্ত্রণ করতে পারব না। এমনতো না যে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। কাজ করার মতো যোগ্যতা আমাদের নেই, আমাদের যোগ্যতা আছে, নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জাতীয় দুর্যোগ ঘোষণা করার মতো কোনো ঘটনা নাই। আর এটি তো জাতীয় সিদ্ধান্ত। আমি তো স্থানীয় সরকার মন্ত্রী। আমি তো জাতীয় সিদ্ধান্ত নেব না।’

সারাবাংলা/জেআর/এনএস

সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর