Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, আন্দোলন চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৩ ২০:৫৫

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে। এমনকি আন্দোলন বেগবান করতে আরও অনেক শিক্ষক ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

বুধবার (১৯ জুলাই) রাত ৮টায় বাংলাদেশ শিক্ষক সমিতির (মাধ্যমিক) সভাপতি মো. বজলুর রহমান মিয়া সারাবাংলাকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চাই। আমাদের আশা প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেই সমস্যার সমাধান হবে।’

‘আমাদের দাবি সারাদেশে এমপিওভুক্ত যেসব মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেগুলো জাতীয়করণ করা হোক। এটি বহুদিন ধরে চলে আসছে। ২০০৪ এর বাংলাদেশ আর ২০২৩ এর বাংলাদেশ এক নয়। তখনও আমরা ২৫ শতাংশ বোনাস পেয়েছি, এখনও তাই পাই’, বলেন তিনি।

বৈঠকে উপস্থিত শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘জাতীয়করণের দাবিতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫ মিনিট সময় চাই।’ প্রধানমন্ত্রী সময় না দেওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বে না বলেও ঘোষণা দেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে আসা আন্দোলনরত শিক্ষকদের অনেকে বলেন, ‘আগামী শুক্রবার সবচেয়ে বড় জমায়েত হবে। জাতীয় প্রেসক্লাব ছাড়াও আশেপাশের সড়কগুলোতে জমায়েত হবে। এজন্য মাধ্যমিক স্কুল ছাড়াও সমপর্যায়ের মাদরাসা শিক্ষক ও এমপিওভুক্ত কলেজের শিক্ষকরাও উপস্থিত থাকবেন।’

এর আগে বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে আসা আন্দোলনরত শিক্ষক নেতাদের নিয়ে সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বৈঠক করেন।

বৈঠকে শিক্ষক নেতাদের শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয়করণ একটি গবেষণালব্ধ বিষয়। এটি হুট করে হবে না, সময়সাপেক্ষ ব্যাপার। আপনাদের জন্য বোনাস হিসেবে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো। আপনারা আন্দোলন বাদ দিয়ে শ্রেণি কক্ষে ফিরে যান।’

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
‘নির্বাচনের আগে এমপিওভুক্ত স্কুল জাতীয়করণের সুযোগ নেই’

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ ডা. দিপু মনি বাংলাদেশ শিক্ষক সমিতি শিক্ষামন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর