Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের জন্য ফখরুলের বিবৃতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৩ ২০:২৪

ফাইল ছবি

ঢাকা: গণঅধিকার পরিষদ (একাংশ) সভাপতি নুরুল হক নুরকে রাজনৈতিক কার্যালয় থেকে উচ্ছেদ এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ তুলে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। সরকার দেশকে বিরোধীদলশূন্য করতে এখন মাঠে নেমেছে। আর এ জন্য বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন—নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে, যেন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়।’

তিনি বলেন, ‘নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিকপক্ষ কতৃর্ক তালা লাগিয়ে দেওয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় আবারও প্রমাণ হলো—বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর।’

‘তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। তারা বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনও ধূলিসাৎ হতে দেবে না। নুরুল হক নুরের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করাসহ পুলিশি হামলার কাপুরুষোচিত ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করছি’— বলেন মির্জা ফখরুল।

সারাবাংলা/এজেড/একে

গণঅধিকার পরিষদ টপ নিউজ নুর বিএনপি মির্জা ফখরুল


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর