Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় নিখোঁজের ২৬ ঘন্টা পর উদ্ধার সিয়াম, এখনও নিখোঁজ সাজিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৩ ১৬:৪৯

রাজশাহী: পদ্মায় নিখোঁজের ২৬ ঘণ্টা পরে উদ্ধার হয়েছে সিয়ামের (১২) মরদেহ। শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর চারঘাটের ইউসুফপুর এলাকার পদ্মা নদী থেকে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সিয়াম রাজশাহী মহানগরীর চর সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে। এছাড়া সিয়াম নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আবদূর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে তাদের উদ্ধার অভিযান চলছে। তার অংশ হিসেবে চারঘাটে ইউসুফপুর এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় ভেসে যাওয়া সিয়ামকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। তবে এখনও সাজিদ (১২) নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রাজশাহী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার বলেন, চারঘাট এলাকা আমাদের নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, শুক্রবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরী সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই কিশোর। তারা হলো- চর সাতবাড়িয়া গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. সিয়াম (১২) ও চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে মো. সাজিদ (১২)। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মত কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর