Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু কেড়ে নিল আরেক স্কুল ছাত্রের প্রাণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৩ ১৯:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর তথ্য দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৩ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে আক্রান্ত হিসেবে শনাক্তের ক্ষেত্রে রেকর্ড।

শনিবার (২২ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৯২ জন সরকারি ও ৫১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ৩৪ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ১০ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছেন।

গত ৯ জুলাইয়ের প্রতিবেদনে একদিনে ১১১ জন এবং ১৯ জুলাইয়ের প্রতিবেদনে ১১৮ জন আক্রান্তের তথ্য দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোয়ালখালী উপজেলা থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মো. মিশকাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার (২০ জুলাই)। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ আছে।

স্বজনেরা জানিয়েছেন, মিশকাত বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল গ্রামের ওসমান ড্রাইভারের ছেলে। কধুরখীল ‍মুসলিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

মিশকাতের চাচা মোহাম্মদ নাছির সারাবাংলাকে বলেন, ‘চার-পাঁচদিন ধরে জ্বর, গলাব্যাথা, বমি ভাব ছিল। গত বৃহস্পতিবার সকাল থেকে অবস্থা খারাপ হতে শুরু করে। আমরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইর্মাজেন্সিতে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে নেওয়ার পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

শেষ সময়ে হাসপাতালে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মিশকাত গ্রামেই ছিল। শহরে কিংবা অন্য কোথাও যায়নি। তাহলে গ্রামে ডেঙ্গু আক্রান্ত হতে পারে, এটা ধারণায় ছিল না। সে ভালো ফুটবল খেলত। কয়েকদিনের জ্বরে এমন কাহিল হয়ে যাবে, সেটা ভাবতে পারিনি।’

চলতি বছরের শুরু থেকে ২২ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন মোট ২২ জন। এদের মধ্যে ৯ শিশু, দুই কিশোর, ছয়জন পুরুষ এবং পাঁচজন নারী আছেন।

শুধুমাত্র জুলাই মাসের ২১ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৮ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের পাশাপাশি জুলাইয়ে রেকর্ড পরিমাণ মৃত্যুও হয়েছে। ২২ জনের মধ্যে ১৩ জনই মারা গেছেন গত ২১ দিনে। জানুয়ারিতে ৩ জন এবং জুন মাসে ৬ জনের মৃত্যু হয়েছে।

২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।

সারাবাংলা/আরডি/ইআ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর