সংবিধান অনুযায়ী নির্বাচন চেয়ে সুপ্রিম পার্টির সমাবেশ
২২ জুলাই ২০২৩ ২২:৫৯
ঢাকা: রাজধানীতে সমাবেশ করেছে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে মনোনীত হওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
শনিবার (২২ জুলাই) বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ হয়। দেশবিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, দেশদ্রোহী মোসাদ এজেন্টদের শাস্তি এবং বিদ্যমান সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।
বিএসপির এ সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ সমাবেশ। সমাবেশের সময় পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তা দখলে রাখে বিএসপির নেতা-কর্মী, সমর্থকেরা।
প্রধান অতিথির বক্তব্যে বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠ গরমের চেষ্টা করে। হরতাল, অবরোধ, এবং জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে তোলে। আমরা এর অবসান চাই।’
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনীতিবিদদের জন্য অবমাননাকর। আমরা বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’
অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তাব করেন বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
তিনি বলেন, ‘বিদেশি শান্তিরক্ষী মিশনে দেশের সশস্ত্র বাহিনী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সেই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে।’
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘নির্বাচন কমিশন বারবার পরীক্ষা নিলেও পাস করে দেখিয়ে দেব। যারা আমাদের এজেন্টব্যাকড পার্টি বলে সম্বোধন করছেন, তারা আমাদের এখনও চেনেন নাই। দেশের প্রধান দলগুলো আমাদের চেনে। আমাদের অবস্থান জানে। নাম না জানা ভূঁইফোড় সংগঠন আমরাও চিনি না। যারা এখনও বুঝতে পারেননি, তাদের আগামী ২১ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে সুপ্রিম পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য বুঝিয়ে দেব।’
কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘২৮ জুলাই চট্টগ্রামে, ১ আগস্ট মুন্সীগঞ্জ, ৭ আগস্ট গাজীপুর, ৮ আগস্ট কুমিল্লা এবং এভাবে প্রতিটি জেলা-উপজেলায় সমাবেশ হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল ও বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির মহাসচিব ফোরকান আলী হাওলাদার প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে