Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কারও প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৩ ২৩:৪৬

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোনো আন্তর্জাতিক পরাশক্তির চাপে অথবা কারও কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। আজকের বাংলাদেশকে কোনো মোড়ল দেশ চোখ রাঙনি দেওয়ার সাহস করে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবে।

শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ‘শৈশব মেলা মেধা বিকাশ বৃত্তি প্রদান-২০২২, শৈশব মেলা আন্তঃস্কুল ২১ শে ফেব্রুয়ারির চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এবং ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে’ তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বপ্ন যারা ধ্বংস করে দিতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।
জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে এবং তাদের রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই নির্বাচনে জনগণ নিশ্চয়ই আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।’

সাবেকমন্ত্রী নানক বলেন, ‘কিন্তু আমাদের কারও কারও ভালো লাগে না। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশকে কোনো মোড়ল দেশ চোখ রাঙানি দেওয়ার সাহস করে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবে। স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।’

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে প্রশ্ন রেখে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এই যে পদযাত্রা করেন, ঘন ঘন সমাবেশ করেন, হুমকি-ধামকি দিচ্ছেন। আপনার কাছে প্রশ্ন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকে। বিশাল বিত্ত-বৈভবে বিলাসী জীবন-যাপন করে। এত অর্থ কোথা থেকে আসে? কী কাজ করে? আপনাদের পদযাত্রা, সমাবেশ ও বিভাগীয় মিটিংয়ের টাকার উৎস কোথায়? দেশের মানুষ জানতে চায়, লন্ডনে তারেক রহমান কী কাজ করে? এটা দেশের মানুষ জানার অধিকার রয়েছে?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপু। বিশেষ অতিথির বক্তব্য দেন কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, সলিমুল্লা সলু, আসিফ আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর