Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৩ ১২:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মোবাশ্বের হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

গতকাল শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে খিলগাঁও মেরাদিয়া জি-ব্লকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত মোবাশ্বের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। এলাকাতেই একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা জানান, মোবাশ্বেরের বাড়ি নোয়াখালী। সেখানে একটি স্কুল থেকে এসএসসি দিয়েছিল। চলতি মাসের ৮ তারিখে খিলগাঁওয়ের ওই ভবনে মানিক নামে এক আত্মিয়ের বাসায় বেড়াতে আসে। দশতলা ভবনের সাতলায় মানিকসহ কয়েকজন মেস করে থাকে।

তিনি আরও জানান, গতরাতে মেবাশ্বের সাততলার বারান্দা দিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সারাবাংলা/এসএসার/এনএস

খিলগাঁও

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর