কানাডায় বন্যা, নিখোঁজ ৪
২৩ জুলাই ২০২৩ ১৪:২৫
কানাডার নোভা স্কটিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দুই শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। আটলান্টিক অঞ্চলে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় গত তিন মাসের সমান বৃষ্টিপাত হয়েছে।
বন্যায় সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির কারণে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা সীমিত হয়ে পড়েছে। স্থানীয় পুলিশ বাসিন্দাদের কোনো প্রকার উদ্ধার তৎপরতায় যোগ না দেওয়ার জন্য সতর্ক করেছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিশু একটি গাড়িতে ছিল। গাড়িটি বন্যার পানিতে তলিয়ে গেছে। গাড়িতে থাকা অন্য তিনজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।
বন্যায় নোভা স্কটিয়ার রাস্তাঘাট তলিয়ে গেছে। ভেসে গেছে বহু ছোটখাটো স্থাপনা। সেতুগুলো ভঙ্গুর হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন বলেছেন, আমাদের একটি ভীতিকর সৃষ্টি হয়েছে। তিনি জানান, বন্যা শেষে অন্তত সাতটি সেতু পুনর্নির্মাণ করতে হবে৷
তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, বাসাবাড়ির অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রদেশের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি চলতি সপ্তাহে অব্যাহত থাকতে পারে। হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার শহরে বাইবেলে বর্ণনা করা পরিস্থিতির মতো বৃষ্টি হয়েছে।
সারাবাংলা/আইই