Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুপস্থিত থাকায় ৩৪ শিক্ষককে মাউশির শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৩ ১৮:৩৭ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৯:৫৫

ঢাকা: ছুটি ছাড়া প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ নোটিশ জারি করেছে মাউশি।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত জুন মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন। সেখানে ছুটি ছাড়াই অননুমোদিতভাবে বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে। পরিদর্শনকালে ৩৪ জন শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে এ সংশ্লিষ্ট প্রতিবেদন পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে। শোকজ পাঠানো প্রতিষ্ঠানের মধ্যে রংপুর অঞ্চলের ১০ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন।

এরপর রাজশাহীর সাতজন, খুলনা অঞ্চলের পাঁচজন, ঢাকা অঞ্চলের চারজন, ময়মনসিংহ অঞ্চলের তিনজন, কুমিল্লা অঞ্চলের দুইজন, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলের একজন রয়েছেন। এ বিষয়ে মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওইসব শিক্ষকদের কাছে তাদের বিদ্যালয়ে নোটিশ পাঠানো হয়েছে। যাদের শোকজ করা হয়েছে, তাদের অধিকাংশই দুই দিন বা তার বেশি সময় ধরে স্কুলে আসেন না। এটা সতর্কীকরণ নোটিশ। ভবিষ্যতে কেউ এমন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জেআর/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর