Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ১৫:২৬

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব দুর্বল হবে।

সোমবার (২৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে চলমান অনশন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ অনশন কর্মসূচি আয়োজন করেছে। এতে দুই শতাধিক মুক্তযোদ্ধা অংশ নিয়েছেন। অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালানায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, জয়নুল আবদীন ফারুক, ভিপি জয়নাল আবেদীন, শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পদাক ফজলুল হক মিলন, এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব) জয়নাল আবেদীন, মুক্তযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছেন, দেশ বিক্রি করে দিয়েছেন। গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দি করেছেন। এক ভয়ংকর মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য বিএনপির চেয়ারপারসনকে বন্দি করে রেখেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই তারা জনগণের ভোট ডাকাতি করার জন্য আবারও মাস্টারপ্ল্যান করছে। পুলিশ, আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে গভীর রাতে, সন্ধ্যারাতে বা দিনের বেলায় ভোট ডাকাতি করতেই সংবিধানের দোহাই দিচ্ছে।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরদের মনের মধ্যে কাল বৈশাখি ঝড় বইছে। তার মনের মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকছে। আমি বলতে চাই এবার আর রক্ষা পাবেন না। তাদের পতন সুনিশ্চিত। ১৯৯৪ সালে শেখ হাসিনা বলেছিলেন- দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। তাহলে ওবায়দুল কাদের এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন চান কেন? সংবিধানের দোহাই দিয়ে ২৪ ঘণ্টা বাউল সঙ্গীত গান কেন? আমি পষ্কিার করে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধাানমন্ত্রী মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেন। ন্বাধীনতার মুল চেতনাই হল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে হ্যতা করে, বাকস্বাধীনতা হরণ করে তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। আসলে তারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি বলে খ্যাতিমান মুক্তিযোদ্ধাদের তারা বারবার অপমান করেছে। তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদসহ বরেণ্য মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারে না।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বামী তার বইয়ে বলেছেন- আমরা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে উৎসাহিত হয়েছিলাম। এখন অবৈধ প্রধানমন্ত্রী গণতন্ত্র হত্যা করে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে মিথ্যা বলানোর চেষ্টা করছে, ইতিহাস বিকৃতি করছে। আপনার (প্রধানমন্ত্রী) বাবা কখনও মুজিব নগর পরিদর্শন করেননি কেন? আপনার স্বামীকে মুক্তিযুদ্ধে পাঠাননি কেন?’

বিজ্ঞাপন

‘শিক্ষার্থীরা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান স্যার হলেন প্রথম ভিসা শহিদ। তিনি কানাডার ভিসা চেয়ে পাননি’— বলেন রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর