Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে তলিয়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৩ ২৩:২৬

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে সাগরে তলিয়ে গেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- এনায়েত চৌধুরী (২৩) ও আলী হাসান মারুফ (২৩) ও । এর মধ্যে মারুফের বাড়ি কুমিল্লায় এবং এনায়েতের বাড়ি ভৈরবে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে এই ঘটনার পর নিখোঁজ দু’জনকে উদ্ধারে কাজের প্রক্রিয়া শুরু করেছে ফায়ার সার্ভিসের টিম।

নিখোঁজ দুই শিক্ষার্থী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ বিভাগে অধ্যয়নরত ছিলেন। তারা সীতাকুণ্ডের কুমিরায় একটি বাসায় ভাড়া থাকতেন।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘বিকেলে তারা তিন বন্ধু সমুদ্রে গোসল করতে পানিতে নেমে অনেকদূর চলে যায়। জোয়ারের স্রোতে দু’জন ভেসে গেলেও একজন কোনোরকমে তীরে উঠে আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। চট্টগ্রাম থেকে ডুবুরি দল এলেই উদ্ধারের কাজ শুরু হবে।’

এদিকে, নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী একরাম হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমরা তিন জন গোসল করতে সাগরে নেমেছিলাম। এক পর্যায়ে মারুফ ও এনায়েত স্রোতের টানে সাগরে ভেসে যায়। আমি অনেক কষ্টে তীরে উঠেছি।’

সারাবাংলা/আইসি/পিটিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর