Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মাসে গ্রেফতার সাড়ে ১৩০০ নেতা-কর্মী: বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৩ ১৬:৩০

ঢাকা: গত দুই মাসে সভা-সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির প্রায় সাড়ে ১৩ শ’ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘গত ১৯ মে থেকে মঙ্গলবার (২৫ জুলাই) পর্যন্ত বিএনপি ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে মোট মামলা হয়েছে ৩১৫টি, গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩৫০ জন নেতা-কর্মীকে। দায়ের করা মামলা আসামি করা হয়েছেন প্রায় এক হাজার ২০০ অধিক নেতা-কর্মীকে।

এছাড়া গত ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা এবং ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপির চার হাজার ১০০ অধিক নেতা-কর্মী আহত হয়েছে এবং দুইজন নিহত হয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তার (রিজভী) দেওয়া তথ্য মতে, হাবিবুল ইসলাম হাবিব (প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি), শেখ রবিউল আলম রবি (সদস্য—জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি), সাইফুল আলম নিরব (সাবেক সভাপতি—যুবদল কেন্দ্রীয় কমিটি), মিয়া নুর উদ্দীন অপু (সাবেক ছাত্রনেতা), রফিকুল আলম মজনু (সদস্য সচিব—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি), আব্দুল মোনায়েম মুন্না (সাধারণ সম্পাদক—যুবদল কেন্দ্রীয় কমিটি), আলী আকবর চুন্নু (সাবেক সহ সভাপতি—যুবদল কেন্দ্রীয় কমিটি), এস এম জাহাঙ্গীর (সাবেক সহ সভাপতি—যুবদল কেন্দ্রীয় কমিটি), ইউসুফ বিন জলিল (সহ সভাপতি—যুবদল কেন্দ্রীয় কমিটি), কামাল উদ্দিন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক—যুবদল কেন্দ্রীয় কমিটি), গোলাম মাওলা শাহিন (সিনিয়র যুগ্ম সম্পাদক—যুবদল কেন্দ্রীয় কমিটি), আজিজুর রহমান মুসাব্বির (সাধারণ সম্পাদক—ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল) প্রমুখ নেতা এই মুহূর্তে কারাগারে আছেন।

বিজ্ঞাপন

কারাগারে আটক বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তি চান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবীব-উন-নবী খান সোহেল, ফজলুল হক মিলন, আবদুস সালামা আজাদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাজিম উদ্দীন আলম, মীর সরফত আলী সপু, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুল খালেক প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর