চট্টগ্রাম ব্যুরো: সংক্রমণের ঊর্ধ্বগতির সুযোগ নিয়ে ডেঙ্গু আক্রান্তদের জন্য জরুরি ডেক্সট্রোজ নরমাল স্যালাইনের (ডিএনএস) সংকট তৈরির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাহিদা বেড়ে যাওয়ায় আপাতত সরবরাহ ও বিক্রি বন্ধ করে ডিএনএস’র কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, যাতে দাম বেড়ে যায়।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে নগরীর হাজারি লেইনে ওষুধের পাইকারি মার্কেটে অভিযান চালায় জেলা প্রশাসনের টিম। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তবে অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে চলে যান অধিকাংশ ব্যবসায়ী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সারাবাংলাকে বলেন, ‘ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় ডিএনএস এর চাহিদা বেড়েছে। ফার্মেসিগুলোতে এখন এই স্যালাইন পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে তথ্য আছে, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সরবরাহ এবং ব্যবসায়ীরা বিক্রি বন্ধ করে দিয়ে স্যালাইন মজুত করে রেখেছে। এর ফলে ১০০ টাকার স্যালাইন ৫০০ টাকা বা তার চেয়েও বেশি হয়ে গেছে।’
‘অভিযানে দুইটি দোকানে মাত্র ১৫০ লিটার ডিএনএস পাওয়া গেছে। তবে শুধু হাজারি গলিতেই এক হাজার লিটার ডিএনএস মজুত আছে বলে আমাদের কাছে তথ্য আছে। কিন্তু ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাওয়ায় আমরা সেগুলো উদ্ধার করতে পারিনি। ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।’
অভিযানে ঔষধ প্রশাসন অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীনও উপস্থিত ছিলেন।