Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন নতুন সিএজি নুরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ১৯:৩০

ঢাকা: নতুন নিয়োগপ্রাপ্ত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলামের শপথ গ্রহণ করেছেন।

বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তিনি শপথ গ্রহণ করেছেন।

প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সিএজি নুরুল ইসলামকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রোর জেনারেল মো. গোলাম রব্বানী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে সিএজি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা-২ থেকে ১৩ জুলাই জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মো. নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নুরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সেসময় পর্যন্ত সিএজি পদে দায়িত্ব পালন করবেন। তিনি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। শপথগ্রহণের পর সিএজি পদে মো. নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর